মহেশপুরে বিক্ষোভ মিছিল: ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ

by Nur Alam Khan

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি>>

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে স্থানীয় জনতা ছাড়াও ছাত্র আন্দোলনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

তিনি বলেন, “দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে যে বর্বর হামলা চালাচ্ছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হয়ে এই অমানবিক নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।”

শিক্ষাবিদ হুমায়ূন কবীর ও মুফতি ইবরাহীম খলিল তাদের বক্তব্যে বলেন, “ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও নির্যাতন মানবতার প্রতি এক অমানবিক আক্রমণ। মুসলিম উম্মাহর সকল সদস্যকে একত্রিত হয়ে এই হামলার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে ফিলিস্তিনের জনগণের ওপর নির্যাতন বন্ধ হয় এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়।”

বক্তারা আরও বলেন, “গাজায় দখলদার ইসরায়েলি হামলার পাশাপাশি ভারতের নাগপুরে মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন চলছে। এরও আন্তর্জাতিকভাবে প্রতিবাদ হওয়া উচিত।” তারা জাতিসংঘের মহাসচিব বরাবর এক আবেদন জানিয়ে, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এছাড়া, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মোঃ জাহাঙ্গীর আলম (আর্ট), মুহম্মদ হাসানুজ্জামান, নোমান রিডার, মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল্লাহ, যুবনেতা রাশেদ খান, হাসান আল মামুন বারিক এবং ছাত্রনেতা মোঃ আশরাফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222