ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

by Nur Alam Khan

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলা এবং ভারতে মুসলমানদের প্রতি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে মহানগর সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিবের সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

মিছিলপূর্ব সমাবেশে সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ বলেন, “বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, দখলদার ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল বেলফোর ঘোষণা ও ব্রিটিশ মেন্ডেডের মাধ্যমে, যা অবৈধ। ফিলিস্তিনের জমি দখল করে দখলদার ইসরায়েল এখন ফিলিস্তিনের ২৮ হাজার বর্গমাইলের জায়গা থেকে ৬ হাজার বর্গমাইলে পরিণত করেছে। ফিলিস্তিনের জনগণের মৌলিক অধিকারগুলো কার্যকর করা হচ্ছে না এবং সেখানে ত্রাণ পাঠানোও কঠিন হয়ে পড়েছে।”

মাওলানা আবু সাঈদ আরও বলেন, “বিশ্ব মুসলিমরা বসে থাকবে না। দখলদার ইসরায়েলের বর্বরতা বন্ধ করতে হবে। আমরা আন্তর্জাতিক মহল থেকে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সমর্থন ও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এছাড়া বক্তারা ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের প্রতি উগ্র হিন্দুদের হামলার নিন্দা জানিয়ে সরকারের কাছে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। তারা বাংলাদেশের জনগণকে ইসরায়েল ও ভারতের পণ্য বয়কট করার আহ্বান জানান।

সমাবেশে বক্তৃতা দেন সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, মাওলানা নূর আলম, মাওলানা মীর আহমাদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মনির হোসেন, মুফতি সাকিব সাইফী, মাওলানা বাছির, মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা শাহ আলম জিমাম, মাওলানা লোকমান, মাওলানা আব্দুল্লাহ, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মাওলানা ফাতীহ সোলাইমান, যুব মজলিস পঞ্চগড় জেলা দায়িত্বশীল মাওলানা ওমর ফারুক, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি নাজমুল হক রনি।

বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব থেকে চাষাড়া মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222