সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে: হাসনাত আব্দুল্লাহ

by Nur Alam Khan

সম্প্রতি আওয়ামী লীগ পুনর্বাসন সংক্রান্ত বিতর্ক ও সেনাবাহিনী প্রসঙ্গে এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা কোনো ইনস্টিটিউশনের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চাই না। তবে ইনস্টিটিউশনের কর্তাদের বলব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। রাজনীতি রাজনীতিবিদদের ওপর ছেড়ে দিন। আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আপনারা গত ১৬ বছর রাজনৈতিক মাঠে যেভাবে হস্তক্ষেপ করেছেন, তা আর হবে না। ২৪ পরবর্তী সময়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল।

শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত গণহত্যাকারী ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
banner

হাসনাত বলেন, আওয়ামী লীগের পতন ভোটে না গণঅভ্যুত্থানে হয়েছে। বাংলাদেশে সব হবে কিন্তু তা আওয়ামী লীগকে বাইরে রেখে। তবে আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই তারা কখনও রাজনীতিতে ফিরতে পারবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন। এরা ভারতের নাটাইয়ে চলে। আমরা ৫ তারিখ সেই সূতা কেটে দিয়েছি।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222