মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সিমা রহমানসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও বিবিএসের প্রশ্নফাঁসের হোতা সৈয়দ আবেদ আলী জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পী।
আদালত সূত্রে জানা গেছে, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষ থেকে পৃথক চারটি আবেদন করা হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান চলমান থাকায় এ আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এআইএল/