খুলনায় শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

by Nur Alam Khan

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন
banner

এরই ধারাবাহিকতায় আজ রোববার খুলনা জেলার পাইকগাছা উপজেলার দুটি পরিবারের ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পাইকগাছার কালিদাসপুর (চাঁদখালী বাজার) শহীদ রকিবুল হাসানের বাবা রফিকুল গাজী এবং শ্রীকন্ঠপুর নবী নুর মোড়লের মা তহুরা বিবির হাতে তুলে দেওয়া হয় এই উপহার।

একই সঙ্গে তারেক রহমানের পাঠানো একটি বার্তা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত খুলনা বিভাগীয় উপকমিটির আহবায়ক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ শামীম রহমান শামীম, খুলনা বিভাগীয় সদস্য সচিব কৃষিবিদ এস এম ফেরদাউস, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, পাইকগাছা উপজেলার পেশাজীবী নেতা ডা. আব্দুল মজিদ, আসলাম পারভেজ, ইমদাদুল হক এবং সেলিম রেজা লাকী।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222