ঢাকায় এবার সুলতানি আমলের ঈদ মিছিল হবে: আসিফ মাহমুদ

by Nur Alam Khan

ঈদের উদ্‌যাপনে এবার সুলতানি আমলের মতো ঈদ মিছিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৩ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

উপদেষ্টা আসিফ বলেন, ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে এবার থেকে চালু করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ঈদ মিছিল শুরুর বিষয়ে তিনি বলেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত হবে। জামাত শেষে ঈদ মিছিল শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এক ফেসবুক পোস্টেও আসিফ রাজধানীবাসীর ঈদ উদ্‌যাপনে নতুন মাত্রা যোগ হওয়ার বিষয়ে একই বার্তা দেন।

উপদেষ্টা আসিফ তার পোস্টে লিখেছেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। তবে এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222