ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা জামালপুর মহেশালী এলাকায় এ ঘটনা ঘটেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছেন। পরে শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, ভুট্টা ক্ষেতের পাশের মরিচ ক্ষেতে কাজ করছিলেন এক নারী শ্রমিক। তিনি শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে ভুট্টা ক্ষেতের ভিতরে যান। এ সময় তিনি কাপড়ে মোড়ানো নবজাতকটিকে ভুট্টা ক্ষেতে দেখতে পান। স্থানীয়দের বিষয়টি জানালে শিশুটিকে দেখতে ছুটে আসেন অনেকেই।
পরে স্থানীয় প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। স্থানীয়রা ধারণা করছেন, ভূমিষ্ঠ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এটি খুবই অমানবিক কাজ।
কারা এ কাজটি করেছে তা জানা যায়নি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এআইএল/