খুলনায় নুরের বিরুদ্ধে সাবেক সমন্বয়কের মামলা

by Nur Alam Khan

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর, ক্লাব দখল করে চাঁদাবাজির অভিযোগে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাতে খুলনা সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতা মো. নাইম হাওলাদার। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

মামলায় অভিযুক্তরা হলেন, গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস কে রাশেদ, স্থানীয় নেতা মো. জনি ও যুব অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার নেতা মো. তাইজুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা স্থানীয় পঞ্চবীথি ক্লাব অবৈধভাবে দখল করে চাঁদাবাজি, অসামাজিক কর্মকাণ্ড চালাতেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ মার্চ রাত সাড়ে ৯টায় বাদী ও তার সংগঠনের কয়েকজন সদস্য অভিযুক্তদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেন।

এতে আরও উল্লেখ করা হয়, এ সময় নুরুল হক নুরু মোবাাইল ফোনে নির্দেশনা দিলে অন্য আসামিরা রড, দা, বাঁশের লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালান। হামলায় বাদীসহ আরও কয়েকজন আহত হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম জানান, মামলাটি তদন্তাধীন। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222