বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০:৩৮

by Nur Alam Khan

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় বেফাক মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

ফলাফল প্রকাশের সময় আরও উপস্থিত ছিলেন, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা সাজিদুর রহমান, মুফতী মনসূরুল হক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জাফর আহমাদ, মাওলানা শওকত হুসাইন প্রমুখ।

এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৮%

মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

পরীক্ষা সারাদেশের ২২৭১টি মারকাজে হিফজ ও ক্বিরাতসহ ৭টি মারহালায় ৩,৪৯,৭৭৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র ১,৪৭,২১২ এবং ছাত্রী ২,০২৫,৬৪। সারাদেশে বেফাকভুক্ত প্রায় ২৯ হাজার মাদরাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা।

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com-এ পাওয়া যাবে। এ সময় শুধু ২০২৫ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222