শেখ হাসিনার উপপ্রেস সচিব খোকনের বিরুদ্ধে দুদকে মামলা

by Nur Alam Khan

প্রায় সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকনের দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

প্রথম মামলায় আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৩টি ব্যাংক হিসেবে ১ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা সন্দেহজনক লেনদেন ও পাচার করে আমেরিকার নিউইয়র্কে বাড়ি ক্রয়ের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী রেজওয়ানা নূর ও খোকনকে আসামি করা হয়েছে। এই মামলায় বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৫৬৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রীর ৩টি ব্যাংক হিসেবে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৮৪৭ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222