মাওলানা তারিক জামিলের পুত্র মাওলানা ইউসুফ জামিল সম্প্রতি একটি পডকাস্টে তার বাবার আয়ের উৎস সম্পর্কে কথা বলেছেন।
সাক্ষাৎকারে মাওলানা ইউসুফ জামিল বলেছেন, তার বাবা মাওলানা তারিক জামিল রোজার ইফতারে শুধু এক পিস খেজুর এবং এক কাপ চা খান, আর ইশার নামাজের আগে বা পরে খাবার গ্রহণ করেন। তিনি আরো জানান, মাওলানা তারিক জামিল সেহরিতে কেবল একটি সেদ্ধ ডিম এবং চা খেয়ে থাকেন।
মাওলানা ইউসুফ জামিল ওই আলাপকালে আরো বলেছেন, আমরা আমাদের বাবার কাছ থেকে শিখেছি, বাড়িতে কেউ অসুস্থ হলে সবার আগে সাদকা করো। সদকা বিপদ আপদ দূর করে দেয়। কিছুদিন আগে আমি পরিবারসহ ইংল্যান্ডে গিয়েছিলাম। সেখানে আমার বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। তখন বাবা উক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, আমি বাবাকে কিছুদিন আগে চ্যাটজিপিটি ব্যবহার শিখেয়েছি। তিনি নিজের প্রয়োজনে কখনো কখনো এটা ব্যবহার করেন।
মাওলানা ইউসুফ জামিল পডকাস্টে এক প্রশ্নের উত্তরে তাদের পরিবারের অর্থনৈতিক বিষয়ে বলেন, আমরা মূলত জমিদার কৃষক পরিবার, মাওলানা তারিক জামিলের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া। বাংলো বাড়ি, জায়গা-জমিও উত্তরাধিকার সূত্রে এসেছে।
তিনি আরো বলেন, বিষয়টি এমন নয় যে, মাওলানা তারিক জামিল খ্যাতি অর্জন করার পর অর্থ-সম্পত্তির মালিক হয়েছেন। তারপরে আমরা এই সমস্ত ব্যবসা, বিনিয়োগ ও সম্পত্তি তৈরি করেছি!
তিনি আরো জানান, মাওলানা তারিক জামিল প্রায় ৩০০ একর জমির মালিক। এসব জমিতে চাষাবাদ করা হয়। যা আমাদের পরিবারের আয়ের একটি বড় উৎস।
মাওলানা ইউসুফ জামিল বলেন, আমাদের পরিবারের সবাই আমাদের চ্যারিটি ফাউন্ডেশনকে সাদকা করে থাকি।
সূত্র: ডেইলি জং
এআইএল/