বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বন্দর থানা শাখার উদ্যোগে “তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে রোজার ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) বিকেলে সাবদীর কাজমী রেস্টুরেন্টে এ মজলিসের আয়োজন করা হয়।
শাখা সভাপতি হাফেজ রিয়াদ হাসানের সভাপতিত্বে ও প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ মাহমুদুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।
তিনি বলেন, “রোজা শুধুমাত্র খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার বিষয় নয়, এটি আমাদের আত্মার পবিত্রতা এবং তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। রোজার মাধ্যমে আমরা নৈতিক উন্নতি ও ইসলামের সঠিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করতে পারি”।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ।
তিনি বলেন, “রোজা আমাদের আত্মবিশ্লেষণ এবং ত্যাগের শিক্ষা দেয়। এটি আমাদের ইবাদত ও তাকওয়া বৃদ্ধির একটি মাধ্যম, যা সমাজের প্রতিটি ব্যক্তির জন্য উপকারী। রোজা আমাদের চরিত্রে ইনসাফ, সদ্ভাব ও সহানুভূতি আনে, যা এক শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করে। রোজার প্রকৃত উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ এবং তার কাছ থেকে দয়া ও ক্ষমা কামনা করা।”
মজলিসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেবামূলক সংগঠন ইয়াদুর রহমাড়’র চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বন্দর থানা শাখার আহবায়ক মুফতি ইসমাইল সরকার, ওলামা পরিষদ কলাগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মোসলেহ উদ্দিন কাসেমী, গার্মেন্টস শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম, ইসলামি যুব আন্দোলন বন্দর থানা শাখার সভাপতি রাকিব হাসান, বাংলাদেশ জামাতে ইসলামি কলাগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. জামাল উদ্দিন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আব্দুল জব্বার অনিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব মজলিস বন্দর থানা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মো. বাদশা মিয়া, বাইতুল মাল বিভাগের সম্পাদক হাফেজ বেলায়েত হোসেন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক হাফেজ মো. আব্দুল আহাদ মজলিসে আমেলা সদস্য মোহাম্মদ আবিদ হাসান, মো. শাহজামাল, মো. আজগর আলী দিপু, মো. রাজিব হোসাইন, মোহাম্মদ মুরাদ, মাওলানা মো. মাহবুবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম হাফেজ মো. সাদ্দাম হোসাইনসহ প্রমুখ।
এনএ/