আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, যা ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। রমজান মাসের শেষ শুক্রবারটি জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি তাদের জন্য আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ। মানুষেরা এই দিনটি সাদরে পালন করেন এবং মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া-মোনাজাত করেন।
দেশের বিভিন্ন মসজিদে আজ সকাল থেকে মুসল্লিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মসজিদগুলোতে নির্ধারিত সময়ের আগেই মানুষেরা এসে উপস্থিত হন এবং অনেক সময় মসজিদে জায়গা না পেলে বাইরের সড়ক পর্যন্ত মানুষের ঢল নেমে যায়। সড়কে জায়নামাজ বিছিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন মানুষেরা।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ জুমাতুল বিদা উপলক্ষে বিশেষ বয়ান অনুষ্ঠিত হবে। খতিব মুফতি আবদুল মালেক মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদার তাৎপর্য এবং জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন। এছাড়া, দেশের সব মসজিদে জুমা নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে, যাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হবে।
মুসল্লিরা ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রমাদান’ ধ্বনি উচ্চারণ করে রমজান মাসের বিদায় জানান। তারা বলেন, জুমাতুল বিদা রোজাদারদের স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।
ইতিহাস অনুযায়ী, রমজান মাসের শেষ শুক্রবারের সঙ্গে জড়িত রয়েছে মুসলমানদের প্রথম কিবলা, মসজিদ আল-আকসা পুনরুদ্ধারের দাবিতে আল-কুদস দিবসের ঐতিহ্য। এই দিনে হজরত সুলায়মান আ. জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং মসজিদ আল-আকসা প্রতিষ্ঠা করেন।
জুমাতুল বিদা মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ এক দিন হিসেবে পালিত হয় এবং এ দিনটি রমজানের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য হয়।
এনএ/