সাকিব মামলায় আসামি হতে পারেন: দুদক

by Nur Alam Khan

দুদকের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান আসামি হতেন পারেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন।

রোববার (০৬ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

সাকিব আল হাসান এক সময় দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এখনো তিনি আপনাদের আইকন কি না– এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সাকিব আল হাসান দুদকের মামলায় আসামিও হতে পারেন। এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। অনুসন্ধান চলছে, অনুসন্ধান শেষে বলা যাবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222