মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের বাড়ি ভোলা, ইলিশের বিভাগ বরিশাল। বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদন হয়ে থাকে। ইলিশের মালিক আপনারা, আপনারা যদি নিশ্চিত করতে পারেন তাহলে জাটকাকে অবশ্যই ইলিশে পরিণত হতে দিতে হবে। আমরা শপথ নিই, জাটকা ধরব না। যেন জাল ফেললে ইলিশ ভরে ওঠে।
‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’-এই স্লোগানকে ধারণ করে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরিশাল বেলস পার্কে বিভাগের কয়েক হাজার জেলেদের উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। পরে কীর্তনখোলা নদীতে জাটকা সংরক্ষণে সচেতনতা আনতে এক নৌ-র্যালির নেতৃত্ব দেন। এ সময় মৎস্যজীবী ছাড়াও মৎস্য বিভাগ, মৎস্য বিজ্ঞানী, পুলিশ, জেলা ও বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য উপদেষ্টা বলেন, আমরা একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের জন্য ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস। আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শরীফ উদ্দিন, মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ক্ষুদ্র ও মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত প্রমুখ।
এনএ/