কনসার্ট চলাকালে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ১১৩

by Nur Alam Khan

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিংগোর একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন।

ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৩৪ মিনিটে। দেশটির জনপ্রিয় মেরেঙ্গু শিল্পী রুবি পেরেজ ওই সময় সেখানে পারফর্ম করছিলেন।

বিজ্ঞাপন
banner

দেশটির জরুরি সেবাবিষয়ক পরিচালক জেনারেল হুয়ান ম্যানুয়েল মেনডেজ জানিয়েছেন, জেট সেট (Jet Set) নামক নাইটক্লাবটিতে ওই সময় কনসার্ট চলছিল। এ সময় ছাদটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়ে। পুলিশ ও উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছে।

প্রেসিডেন্ট লুইস আবিনাদের এক বিবৃতিতে বলেন, ‘জেট সেট নাইটক্লাবে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এতে আমরা গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। আমরা শুরু থেকেই ঘটনাটির প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি। সবগুলো উদ্ধার সংস্থা নিরলসভাবে কাজ করছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি এবং তাদের জন্য প্রার্থনা করছি’।

এদিকে নিহতদের মধ্যে রয়েছেন সাবেক মেজর লিগ বেসবল (MLB) খেলোয়াড় অক্টাভিও ডোটেল (৫১) ও টনি ব্ল্যাঙ্কো (৪৪)।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222