আমিরাতের শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ

by Nur Alam Khan

সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তৃতীয় ও শেষ টার্ম শুরু হবে আগামী ১৪ এপ্রিল। এ উপলক্ষে দেশটির সরকারি ও বেসরকারি উভয়ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে মোবাইল ফোন কিংবা অনুমোদনহীন কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ধরনের ডিভাইস পাওয়া গেলে তা জব্দ করা হবে এবং ‘স্টুডেন্ট বিহেভিয়ার পলিসি’র আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
banner

এ ছাড়াও আইপ্যাড ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণের পাশাপাশি সম্পূর্ণ চার্জ দেওয়া ল্যাপটপ (ব্যক্তিগত বা মন্ত্রণালয় প্রদত্ত) সঙ্গে আনতে হবে।

নতুন টার্মে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অভিভাবকদের ই-মেইল ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছে, সব ক্লাস হবে সরাসরি (ইন-পার্সন)। তাই অযৌক্তিক অনুপস্থিতিকে কঠোরভাবে দেখা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি ক্লাসে উপস্থিতি রেকর্ড করা হবে এবং একজন শিক্ষার্থী যদি তিনটি ক্লাস মিস করে, তা একদিনের অনুপস্থিতি হিসেবে গণ্য হবে। এ ধরনের অনুপস্থিতি শিক্ষার্থীর আচরণমূল্যায়নে নেতিবাচক প্রভাব ফেলবে বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এদিকে স্কুল পরিদর্শনের ক্ষেত্রে অভিভাবকদেরও মানতে হবে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ। নির্দেশনায় বলা হয়েছে, স্কুলে প্রবেশের সময় অভিভাবকদের আনুষ্ঠানিক পোশাকে আসতে হবে, সঙ্গে রাখতে হবে সঠিক পরিচয়পত্র।

আমিরাত শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে শিক্ষার পরিবেশ উন্নত রাখতে এবং শৃঙ্খলার মান বজায় রাখতে।

সূত্র: গালফ নিউজ

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222