ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। তার যুক্তরাষ্ট্রে নিযুক্ত আইনজীবী ক্লাইভ স্মিথ আগামী ৪ মে পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) ডেইলি জং সূত্রে জানা গেছে, ইসলামাবাদ হাইকোর্টে বিচারপতি সরদার ইজাজ ইসহাক খান আফিয়া সিদ্দিকীর মামলাটির শুনানি করেন। তবে সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল উমর আসলাম শুনানিতে উপস্থিত থাকতে পারেননি।
আদালতে ড. আফিয়ার পক্ষে প্রতিনিধিত্বকারী আইনজীবী ইমরান শফীক জানান, ক্লাইভ স্মিথ পাকিস্তানে এসে মামলার কৌশল ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে তিনি ৬ মে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণের অনুরোধ জানান, যা আদালত গ্রহণ করে।
শুনানির সময় আদালত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রের আইন কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন, আফিয়ার বিদেশী আইনজীবী আসাতে তাদের আপত্তি আছে কি না। তাদের পক্ষ থেকে জানানো হয়, কোনো আপত্তি নেই, এরপর আদালত ৬ মে পর্যন্ত মামলাটি মুলতবি ঘোষণা করেন।
এদিকে, ড. আফিয়া সিদ্দিকী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে রাষ্ট্রপতির ক্ষমার আবেদন করেছেন, যা মামলার প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করেছে।
ড. আফিয়া সিদ্দিকী বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি রয়েছেন। তার মুক্তির দাবি পাকিস্তানের বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে।
সূত্র: ডেইলি জং
এআইএল/