একক প্রার্থী দিয়ে ইসলামীপন্থিদের বিজয় আনতে চাই: চরমোনাই পীর

by Nur Alam Khan

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীরা আসনভিত্তিক একক প্রার্থী দেওয়ার উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, “আপনারা যে দলই করুন না কেন, দেশের স্বার্থে এবার ইসলামকে ক্ষমতায় আনতে কাজ করুন। ইনশাআল্লাহ, বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেই।”

মঙ্গলবার (১৫ এপ্রিল) মাগুরার শালিখা উপজেলায় আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। এখন সময় এসেছে ইসলামভিত্তিক রাজনীতি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার। তিনি বলেন, “দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো অপরিবর্তিত। চাঁদাবাজি, দখলবাজি, পেশিশক্তির ব্যবহার—সবই এখনো বিদ্যমান। প্রশাসনসহ রাষ্ট্রের নানা স্তরে স্বৈরাচারী রেশ রয়ে গেছে।”

তিনি আরো বলেন, “নির্বাচন হোক, তবে আগে জরুরি রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। না হলে দেশ আবারো পুরনো পঙ্কিলতায় ফিরে যাবে।”

গণসমাবেশে তিনি বলেন, নির্বাচন প্রয়োজন, তবে তার আগে রাষ্ট্র কাঠামোয় জরুরি সংস্কার প্রয়োজন। সংস্কার না করে নির্বাচন দিলে সেটা দেশের জন্য ক্ষতিকর হবে।

শালিখা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা উসমান গনী সাঈফির সভাপতিত্বে আয়োজিত এই গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মনিরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান ও নাজিরুল ইসলাম।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222