ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব: মাওলানা মহিউদ্দিন রাব্বানী

by Nur Alam Khan

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল এবং দেশটিতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে ২৩ এপ্রিল ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেবে বাংলাদেশ খেলাফত মজলিস।

এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

বিজ্ঞাপন
banner

মহিউদ্দিন রাব্বানী বলেছেন, ‘প্রতিবেশী হিসেবে ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাই ২৩ এপ্রিলের গণমিছিল যেকোনো অবস্থাতেই সফল করতে হবে।’

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সাভারের জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা (উত্তর) আয়োজিত এক মতবিনিময় সভায় মাওলানা মহিউদ্দিন রাব্বানী এ কথা বলেন।

মহিউদ্দিন রাব্বানী বলেন, ‘ভারতে বিজেপির নেতৃত্বে মুসলমানদের ওপর একের পর এক নিপীড়ন চলছে। হিটলারের কায়দায় সেখানে মুসলিম নিধনের ষড়যন্ত্র হচ্ছে। ওয়াক্ফ আইন সংশোধন করে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের মতো পবিত্র সম্পদ হরণ করা হচ্ছে। এর প্রতিবাদ করায় মুসলমানদের বিরুদ্ধে চরম দমন-পীড়ন শুরু হয়েছে। আমাদের দায়িত্ব ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো। এটি আমাদের ইমানি, নৈতিক ও জাতীয় দায়িত্ব।’

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি আনোয়ার হোসাইন কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা ফজলুর রহমান, মুফতি মাহফুজ হায়দার, মুফতি ফারুক হোসাইন প্রমুখ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222