পাকিস্তানের শোবিজ ইন্ডাস্ট্রির উদীয়মান তারকা আইনা আসিফ ও নবাগত অভিনেতা আবুল হাসান সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে তাদের ভাবনা প্রকাশ করেছেন।
এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে এই দুই তারকা খোলামেলা আলোচনায় অংশ নেন।
১৭ এপ্রিল ডেইলি জং সূত্রে জানা গেছে, সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা মানসিক চাপ নিয়ে আলোচনা হয়। এ সময় তারা বলেন, আগের প্রজন্মেও কম বয়সে মানসিক চাপ দেখা যেত, তবে তখন সচেতনতার অভাবে এই সমস্যাগুলোকে মানসিক চাপ হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না। বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে বিষয়টি আরও সামনে এসেছে এবং গুরুত্ব পাচ্ছে।
অভিনেত্রী আইনা আসিফ বলেন, ‘মানসিক চাপ এবং উদ্বেগ আসল সমস্যা। যেমন শারীরিক অসুস্থতায় নামাজ-দোয়ার পাশাপাশি চিকিৎসা করানো হয়, তেমনিভাবে মানসিক সমস্যারও চিকিৎসা প্রয়োজন।’
আইনার বক্তব্যকে সমর্থন করে আরেক অভিনেতা আবুল হাসান বলেন, ‘নামাজ অবশ্যই আমাদের মানসিক প্রশান্তি দেয়। নামাজ আদায় করা জরুরি। কিন্তু প্রতিটি রোগের আলাদা চিকিৎসা আছে। এজন্য নামাজ আদায়ের সাথে সাধারণ চিকিৎসাও গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, প্রতিটি রোগের জন্য নির্দিষ্ট চিকিৎসাও দিয়েছেন। যেমন শারীরিক অসুস্থতায় আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হই, তেমনি মানসিক সমস্যার ক্ষেত্রেও মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত। আমি মনে করি, থেরাপির মাধ্যমে একজন মানুষ আল্লাহর আরও কাছে যেতে পারে।’
উল্লেখ্য, এই দুই তরুণ শিল্পীর বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
সূত্র: ডেইলি জং
এআইএল/