মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

by Nur Alam Khan

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশাল সিটি কপোরেশনের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

বিজ্ঞাপন
banner

সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বিসিসির নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ফয়জুল করিম বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222