দেশের অন্যতম শীর্ষ আলেম, প্রবীণ আরবি ভাষাবিদ ও চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২০ এপ্রিল) তার ব্যক্তিগত সহকারী শাহেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আল্লামা নদভী গত দুই দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করীম।
পিএস আরও জানান, “হুজুরের বয়সজনিত সমস্যাগুলোর মধ্যে রক্তচাপ ওঠানামা করছে, শরীরের সোডিয়াম লেভেল কমে গেছে এবং ইনফেকশনজনিত কিছু সমস্যাও দেখা দিয়েছে। হাসপাতালের তত্ত্বাবধানে তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও আশানুরূপ উন্নতি হয়নি।”
এর আগে ফেব্রুয়ারি ২০২৫ ও ডিসেম্বর ২০২৪ সালেও আল্লামা নদভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন ঢাকার পপুলার হাসপাতাল ও চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আল্লামা সুলতান যওক নদভী বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্য দেশ-বিদেশে সুপরিচিত।
দীর্ঘদিন ধরে কুরআন-হাদীস, আরবি সাহিত্য ও ইসলামী শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখা এই বর্ষীয়ান আলেমের জন্য তাঁর পরিবার ও ভক্তরা দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।
এনএ/