নারী বিষয়ক কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান ও পুনর্গঠনের দাবি পয়ামে ইনসানিয়াতের

by Nur Alam Khan

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসমূহকে ” জাতীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিয়ে কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সামাজিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ। একইসঙ্গে সংগঠনটি বর্তমান কমিশন বাতিল করে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে নতুন নারী কমিশন গঠনের দাবি জানিয়েছে।

সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, “নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ সরাসরি ইসলাম, জাতীয় সংস্কৃতি ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। বিশেষত মুসলিম পারিবারিক আইন বাতিল, অভিন্ন পারিবারিক আইন চাপিয়ে দেওয়া, CEDAW বাস্তবায়নের দাবি ও নারী-পুরুষকে একরকমভাবে দেখার মতো প্রস্তাবগুলো গভীর উদ্বেগের বিষয়।”

বিজ্ঞাপন
banner

তিনি দাবি করেন, এই কমিশনের কর্মকাণ্ড ইসলাম ও দেশের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। “এই কমিশন বাতিল করে শরিয়াভিত্তিক নীতির আলোকে একটি নতুন নারী কমিশন গঠন করতে হবে,”— বলেন তিনি।

ড. ফারুকী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “কমিশনের সুপারিশগুলো বাতিল না করা হলে দেশে গণবিক্ষোভ দেখা দেবে। লাখো মসজিদে বয়ান হবে, ইসলামপ্রিয় জনগণ রাস্তায় নামবে এবং সরকার নানা প্রতিক্রিয়ার মুখে পড়বে। একটি ভয়াবহ গণবিস্ফোরণের আশঙ্কা রয়েছে।”

সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানায়, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকের ধর্মবিশ্বাস ও চেতনার প্রতি শ্রদ্ধাশীল থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, “ইসলামের দুশমনদের কোনো অপচেষ্টা এদেশে সফল হবে না ইনশাআল্লাহ। ইসলামি শরিয়াই আমাদের রক্ষাকবচ, এতে হাত দিলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222