পহেলা বৈশাখের ৬ দিন পর উৎসব ভাতা পাচ্ছেন মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বিভিন্ন মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
গত সোমবার (১৪ এপ্রিল) বৈশাখ উদযাপন হলেও তাদের ভাতার চেক ছাড়া হয়েছে গতকাল রোববার (২০ এপ্রিল)।
মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (অর্থ) কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ২০২৫ সালের উৎসব ভাতা (বৈশাখী বোনাস) বাবদ ৪টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ২০ এপ্রিল তারিখে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা ২০ এপ্রিল তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতার (বৈশাখী বোনাস) অংশ উত্তোলন করতে পারবেন। ২০১৬ সাল থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাচ্ছেন। বেসরকারি খাতের কিছু কিছু প্রতিষ্ঠানও বৈশাখী ভাতা দেয়।
এনএ/