নারায়ণগঞ্জ প্রতিনিধি >>
পরিচ্ছন্ন, সবুজ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর সভাপতি মুফতি মুনীর হোসাইন কাসেমী, সহসভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর সভাপতিদ্বয় ড. উবাইদুল কাদের নদভী, মুফতি মামুনুর রশিদ।
সভায় নেতৃবৃন্দ বলেন, হেফাজতে ইসলাম সবসময় অপরাধ, দুর্নীতি, যৌতুক, ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে এসেছে এবং এ ধরনের কর্মকাণ্ড সমাজ থেকে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
মুফতি মুনীর হোসাইন কাসেমী বলেন, “আমরা ইসলামী আদর্শে সমাজ গড়তে চাই। সমাজে মাদক, দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এখন সময় এসেছে পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে সুন্দর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার।”
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও হেফাজতের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানানো হয় এবং ভবিষ্যতে এই ধরনের কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন-হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি হারুনুর রশিদ,সেক্রেটারি মাওলানা মীর আহমাদুল্লাহ, জেলা ও মাহানগরীর সাংগঠনিক সম্পাদকদ্বয় মাওলানা কামালুদ্দীন দায়েমী, মাওলানা তাজুল ইসলাম আব্বাস প্রমূখ।
এনএ/