যৌক্তিক সময়ে নির্বাচনের পক্ষে পাঁচ ইসলামী দল

by Nur Alam Khan

সংস্কার, নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমমনা পাঁচটি ইসলামী দলের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে এই সংলাপে মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ে আগামী জাতীয় নির্বাচনসহ ৭ টি বিষয়ে একমত হয়েছেন নেতারা।

বুধবার দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়া অন্য দলগুলো হচ্ছে, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ।

বিজ্ঞাপন
banner

সংলাপ শেষে এক প্রেস ব্রিফিংয়ে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরা বহুদিন মানসিকভাবে ধারণ করে এবং এটি বাস্তবায়নের জন্য যে চিন্তারেখার কার্যক্রম পরিচালনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজ ইসমলামী সমমনা ৫টি দল একত্রিত হয়ে কতগুলো মৌলিক বিষয়ে একমতে পৌঁছাতে পেরেছি।

এর মধ্যে একটি বিষয় হলো-সামনে যে জাতীয় নির্বাচন আসছে, তাতে আমরা যেন ইসলামী দলগুলো একটি বাক্স পাঠাতে পারি সে বিষয়ে অনেক এগিয়েছি। আমরা সন্তষ্ট।

দ্বিতীয় বিষয় হলো- প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষ করে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা একমত হয়েছি।

আমরা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এবং দেশের বিরুদ্ধে বিদেশিরা যেন তালবাহানা করতে না পারে সে বিষয়ে প্রতিবাদ অব্যাহত থাকবে। ইসলাম, মানবতা ও দেশরক্ষায় আমরা ঐকমত্য হয়েছি। আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্য হয়েছি।

চরমনোই পীর বলেন, বর্তমানে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশ করা হয়েছে, তা বাতিল করতে হবে। বাতিল না করলে আমরা কঠোর আন্দোলন করতে নামব। এছাড়া ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী, টাকা পাচারকারীদের যেন বিচার তরান্বিত ও বাস্তবায়ন করা হয়।

তিনি বলেন, আমাদের এই আলোচনা-আনুষ্ঠানিকতা আজকেই শেষ নয়, আমাদের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আলোচনা চলতে থাকবে। স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ নিয়ে যে লক্ষ্য, বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আমরা আশাবাদী।

সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জমিয়তে ইসলামের ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222