ট্রাক উল্টে বসতঘরে, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু

by Nur Alam Khan

টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কের পৌরসভার টেপিবাড়ী মোড় নামক স্থানে বৃহস্পতিবার ২৪ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে। ওই ট্রাকের চাপায় মোছা. রমেচা বেগম (৫৫) নামে এক ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রমেচা বেগম ওই এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ফজর নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী ‍কুদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান।

বিজ্ঞাপন
banner

এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাদের বসতঘরে ঢুকে পড়ে এবং ঘুমন্ত অবস্থায় ওই ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাকের চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস জানান, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং উল্টে যাওয়া ওই ট্রাকের চাপায় ঘুমিয়ে থাকাবস্থায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222