লাল গালিচায় হেঁটে নিহতদের প্রতি শ্রদ্ধা, অমিতকে নিয়ে ভারতজুড়ে তীব্র সমালোচনা

by Nur Alam Khan

সম্প্রতি ভারতের জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। যে ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ভারতকে। এই হামলায় নিহত হয়েছে ২৬ জন পর্যটক এর পাশাপাশি আহত হয়েছেন আরও ১৭ জন। এর একদিন পর ঘটনাস্থলে উপস্থিত হন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ সময় তিনি নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তবে তার শ্রদ্ধা জানানোর সময় করা আজব এক উদ্ভট কর্মকাণ্ডে প্রশংসিত হওয়ার চেয়ে সমালোচিতই হচ্ছেন বেশি। তার শ্রদ্ধা জানানোর সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, অমিত শাহ শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় ফুল হাতে নিয়ে লাল গালিচার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। লাল গালিচার ওপর দিয়ে হেঁটে গিয়েই নিহতদের কফিনের ওপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বিজ্ঞাপন
banner

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে ইতোমধ্যে সমালোচনার জোয়ারে ভাসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। স্বয়ং ভারতীয়দেরই আক্রমণের শিকার হচ্ছেন নেট দুনিয়ায়। মূলত লাল গালিচা ব্যবহার করা হয় বিশেষ কোন অনুষ্ঠানকে ঘিরে কিন্তু অমিত শাহ নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে যেভাবে লালগালিচার ওপর হেঁটেছেন এটা কিছুতেই মানতে পারছে না ভারতীয় নাগরিকরা।

তৃপ্তি মদক নামের এক ভারতীয় ফেসবুকে অমিত শাহের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বাহ এই হলো আমদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের শ্রদ্ধা জানাতেও তার লাল গালিচার ওপর দিয়ে হাঁটতে হয়।’

প্রিয়াঙ্কা আগারওয়াল নামের একজন ভিডিওটি শেয়ার করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটা কি নিহতদের শ্রদ্ধা জানানো হচ্ছে নাকি কোনো দেশের প্রধানমন্ত্রীকে বরণ করা হচ্ছে?’

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন উদ্ভট কর্মকাণ্ড এটাই প্রথম নয়। মাঝেমধ্যেই উদ্ভট কিছু বলে বা ঘটনা ঘটিয়ে খবরের শিরোনাম হন তিনি। এদিকে কাশ্মীরে ঘটে যাওয়া এই ঘটনায় ভারত সরাসরি দায়ী করছে তাদের চিরশত্রু পাকিস্তানকে। আর পাকিস্তান বলছে ভারত তাদের ফাঁসাতে নিজেরাই এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222