কাশ্মীরে হামলার ঘটনায় মুসলিমদের যে আহ্বান জানালেন ওয়াইসি

by Nur Alam Khan

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি মুসলিমদের প্রতি কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছেন। তিনি আজ জুম্মার নামাজ শেষে এই প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য মুসলিমদের প্রতি অনুরোধ জানান।

ওয়াইসি তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় বলেন, “কালো আর্মব্যান্ড পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি—বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি ও একত্বতা হারাতে দেব না। পেহেলগামে হামলার কারণে টেরররা কাশ্মীরী ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে। সকল ভারতীয়দের উদ্দেশ্যে বলছি, শত্রুদের ফাঁদে পা দিয়েন না।”

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, “এই হামলাটি গোয়েন্দা ব্যর্থতা। নরেন্দ্র মোদি সরকারের উচিত তাদের প্রতিরোধ নীতি পুনর্বিবেচনা করা। যারা এই হামলায় আক্রান্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ওয়াইসি সরকারের কড়া সমালোচনা ও এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “আর্টিকেল ৩৭০ বাতিলের পর কাশ্মীরে হামলা ও হতাহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা, হতাহতের ঘটনা বেশি ঘটছে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা ভয়াবহ হামলা চালায়। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। হামলার জন্য পাকিস্তানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পালটাপালটি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222