থাইল্যান্ড ভ্রমণ করতে চাইলে মানতে হবে যেসব নিয়ম

by Nur Alam Khan

রঙিন সংস্কৃতি, দ্বীপ, সুস্বাদু খাবার আর আতিথেয়তায় ভরা দেশ থাইল্যান্ড—দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক নাগরিক জীবনের এক অনন্য মিশ্রণ খুঁজে পাওয়া যায় এই দেশে। তাই প্রতি বছর লাখ লাখ পর্যটক ঘুরতে যান থাইল্যান্ডের ব্যস্ত শহর, শান্ত সৈকত কিংবা প্রাচীন মন্দিরে। আপনি যদি শিগগিরই থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে জেনে রাখা ভালো—দেশটিতে প্রবেশের নিয়মে এসেছে কিছু নতুন পরিবর্তন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণ বিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞাপন
banner

এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হয়েছে যেন সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।

থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন—এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্যই হোক কিংবা ব্যবসা বা ট্রানজিট—যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেই তাঁকে কার্ডটি পূরণ করতে হবে।

টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।

এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখা উত্তম।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222