পারভেজ হত্যা মামলার মূলহোতা মেহেরাজ ৫ দিনের রিমান্ডে

by Nur Alam Khan

রাজধানীর বনানী এলাকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মেহেরাজকে ২৩ এপ্রিল গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন মেহেরাজের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনাটি ঘটে ১৯ এপ্রিল। বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন দুই তরুণী, তাদের একজন ছিল পিয়াসের বান্ধবী। পারভেজ হাসাহাসি করছিলেন, যা পিয়াসের বান্ধবীকে অশোভন মনে হয় এবং তিনি পারভেজকে প্রশ্ন করেন। এর পর পিয়াস, মেহেরাজ ও মাহাথিরের সঙ্গে পারভেজের বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করে দেয়।

কিন্তু ক্যাম্পাস থেকে বের হওয়ার পর ৩০-৪০ জন ঘিরে ধরে পারভেজকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222