‘সিন্ধুতে পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত’

by Nur Alam Khan

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো বলেছেন, সিন্ধুতে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।

শনিবার এক জনসভায় এমন হুমকি দিয়েছেন পাকিস্তান সরকারে থাকা বিলওয়াল ভুট্টো।

বিজ্ঞাপন
banner

‘পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেয়া হবে না’, সিন্ধু চুক্তি নিয়ে ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাটিলের শুক্রবারের এমন ঘোষণার প্রেক্ষিতে এ হুমকি দিয়েছেন বিলওয়াল।

ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল ঘোষণা দেন, পাকিস্তানে ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তার এমন ঘোষণার পর বিলওয়াল ভুট্টো বলেন, ‘সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে, হয় এটি দিয়ে আমাদের পানির স্রোত বইবে নয়তো তাদের (ভারতীয়) রক্ত বইবে।’

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে অতর্কিত হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর অবকাঠামো ভারতে নেই।

তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তিমন্ত্রী।

তিনি এক্সে লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে ব্যবস্থা নিতে কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং সম্পন্ন হবে। সিন্ধুর প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেয়া হবে।’

আগের দিন পাকিস্তান হুমকি দেয়, সিন্ধুর পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো যুদ্ধে ঘোষণার শামিল এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222