পানি আটকালেই যুদ্ধ, ভারতকে হুঁশিয়ারি শাহবাজের

by Nur Alam Khan

কাশ্মীরের পেহেলগামে হামলার পরপরই ভারত ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার জবাবে পাকিস্তান কড়া বার্তা দিয়ে বলেছে, পানি আটকে দেওয়ার যেকোনো পদক্ষেপ তারা ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, “পাকিস্তান যেকোনও মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে।”

শনিবার (২৬ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে ফোনালাপে এই মন্তব্য করেন শাহবাজ।

বিজ্ঞাপন
banner

শাহবাজ বলেন, “পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান তার পানির ওপর সার্বভৌম অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনে যেকোনও মূল্যে তা করবে।”

তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই পানি প্রশ্নে আপস করবে না এবং এটি শুধু একটি পরিবেশগত বা কূটনৈতিক ইস্যু নয়, বরং এটি তাদের জাতীয় নিরাপত্তার বিষয়।

সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে হামলায় ভারতের অভিযোগ—এই ঘটনার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে। তবে শাহবাজ এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন, “পেহেলগামের ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। বরং পাকিস্তান নিজেই গত দুই দশকে সন্ত্রাসবাদের অন্যতম বড় ভুক্তভোগী।”

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যস্থতাকারী ছিল বিশ্বব্যাংক। চুক্তিটি দুই দেশের মধ্যে পানি নিয়ে বিরোধ এড়াতে কার্যকর ভূমিকা রাখছিল এতদিন। কিন্তু সম্প্রতি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত চুক্তি বাতিলের পথে হাঁটছে, যা দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

সূত্র: জিও নিউজ

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222