‘দুশ্চরিত্র ও শিক্ষার্থীদের যৌন হয়রানির’ অভিযোগে অভিযুক্ত মনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নকে শিক্ষক পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় স্কুলের ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রোববার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুরে ৬০ ফিট রোডে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল বালক শাখায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের গণসাক্ষর ও পরে শাখা প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে অভিভাবকদের পক্ষে স্বাক্ষর করে ডা. মঈন উদ্দিন।
জানা গেছে, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গত বছরের ১১ নভেম্বর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নকে শোকজ ও বাধ্যতামুলক ছুটিতে পাঠিয়েছিল স্কুল কমিটি। তবে সম্প্রতি তিনি আবার যোগদান করায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়। অবিলম্বে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবারও এই বিক্ষোভ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এআইএল/