নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা দিলেন গোপালগঞ্জের আ.লীগ চেয়ারম্যান

by Nur Alam Khan

আওয়ামী লীগের তীর্থভূমি খ্যাত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক নৌকার ভাস্কর্য ভেঙেছেন তিনি।

রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।

বিজ্ঞাপন
banner

দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন আবু ছাইদ শিকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নিজ বাড়ির সামনের পুকুর পাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নৌকার ভাস্কর্য তৈরি করেন আবু ছাইদ শিকদার। রোববার সকালে লোকজন দিয়ে ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

আবু ছাইদ শিকদার বলেন, ‘যার দল করতাম সে (শেখ হাসিনা) দুর্নীতিগ্রস্ত ছিল। তিনি আদর্শ্যচ্যুত হয়ে পালিয়েছেন। ওই দল আমি আর করবো না। সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকার ফলক ভেঙে ফেলেছি।’

আওয়ামী লীগের এ নেতার দল ছাড়ার ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী নেতা কাজী মুক্তা বলেন, ‘আবু সাইদ শিকদারের মামা ছিলেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মরহুম শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি মামার প্রভাব খাটিয়ে ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন। ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন দলের দুর্দিনে তার এমন কাণ্ডে আমরা হতভাগ হয়েছি।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222