জম্মু ও কাশ্মীরে লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখা বরাবর ফের ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। এনিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় হলো।
এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনীর দাবি, ২৭-২৮ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী উসকানিমূলকভাবে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে এলওসি বরাবর গুলি চালিয়েছে। ভারতীয় বাহিনী দ্রত এবং কার্যকরভাবে এর জবাব দিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো পাকিস্তানি বাহিনী পুঞ্চ জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করলো।
গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছে। এই হামলায় জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এরপর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেইসঙ্গে নিয়ন্ত্রণরেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।
এনএ/