ফ্রান্সের দক্ষিণে গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে মসজিদে হামলা চালিয়ে নামাজরত এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যাকারীর উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।
শনিবার (২৬ এপ্রিল) ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু এ ঘটনার নিন্দা করেছেন।
দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু শনিবার বলেছেন, আমরা নিহতের পরিবার ও শোকাহত মুসলমানদের পাশে আছি।
তিনি আরো জানান, হত্যাকারীকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, স্থানীয় সময় সকাল বেলায়। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব শহরের একটি মসজিদে এক মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
প্রাথমিক অভিযোগে জানা গেছে, হামলাকারী নিজ মোবাইল ফোনে নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করেন এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর ভাষায় মন্তব্য করেন।
অপরাধীর ফোন দিয়ে ধারণ করা ভিডিও ফুটেজটিতে মুসলিম লোকটিকে যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। ভিডিওটি অন্য একজনের কাছে পাঠালে পরে সেটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে তা মুছে ফেলা হয়।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে হত্যাকাণ্ডটি দেখানো হয়নি, তবে মসজিদের ভেতরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ হয়েছে। তার নিজের ফুটেজে খুনিকে ক্যামেরাগুলো লক্ষ্য করে বলতে শোনা যায়, ‘আমাকে গ্রেপ্তার করা হবে, এটা নিশ্চিত।’
আঞ্চলিক কৌঁসুলি আবদেল করিম গ্রিনি শনিবার জানান, হামলাকারী এখনও পলাতক রয়েছেন। একটি সূত্র থেকে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি বসনিয়ান বংশোদ্ভূত এক ফরাসি নাগরিক।
কৌঁসুলি গ্রিনি আরো জানান, হামলাকারীকে ধরতে জোরালো অভিযান চালানো হচ্ছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তদন্তকারীরা বলছেন, তারা এ ঘটনাকে ইসলামবিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে বিবেচনা করছেন।
এদিকে প্যারিসের গ্র্যান্ড মসজিদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আল্লাহর ঘর মসজিদের ভেতরে এই হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য ও অমার্জনীয়।’
সূত্র: এএফপি
এআইএল/