ইসমাইল রাহমানি, মালয়েশিয়া প্রতিনিধি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান দখলদার ইসরায়েলি হামলার নিন্দা এবং শহীদদের স্মরণে মালয়েশিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের তামান কমার্শিয়াল পান্ডানইন্ডা এলাকার সুরাও ওমর মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় ইয়ুথ কমিউনিটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিলিস্তিন ও গাজার নিরীহ মুসলমানদের ওপর দখলদার ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করা উচিত। তারা বলেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত মানবতার পক্ষে দাঁড়ানো এবং এই সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।
হাফেজ মাওলানা কবির আহমদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হাবিব। প্রধান অতিথি ছিলেন মুফতি মাওলানা মকবুল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শফি, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোহাম্মদ সিদ্দিক, মাওলানা শাকের আহমেদ ও মাওলানা জাবের আহমদ।
সভা শেষে গাজার শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ কমিউনিটির সভাপতি মো. রাজ হাওলাদার, সুরাও ওমর মসজিদের সভাপতি কেএ সবুজ, আনিসুর রহমান, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ইয়াহইয়া, মো. রাজিব, মো. ইলিয়াস, রফিজ উল্লাহ ও আনসার উল্লাহ প্রমুখ।
এনএ/