মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেপ্তার

by Nur Alam Khan

সৌদি আরবের মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। মক্কায় থাকার ব্যবস্থা ও পরিবহন সুবিধা প্রদানের নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের ফাঁদে ফেলেন তারা।

এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি মক্কা পুলিশ প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে। এরইমধ্যে অভিযানে অনেকে গ্রেপ্তার হয়েছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (৩০ এপ্রিল) সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মক্কায় চার চীনা নাগরিককে ভুয়া হজ ক্যাম্পেইন প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে। মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল তাদের গ্রেপ্তার করে।

মক্কা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে।

চলতি সপ্তাহে এমন আরও একটি দলকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন ও পবিত্র স্থানগুলোর অভ্যন্তরে যাতায়াতের ব্যবস্থা, অন্যের পক্ষে হজ পালনের সেবা, কুরবানির পশু সরবরাহ ও বিতরণ এবং হজ ব্রেসলেট বিক্রির দাবি করা হয়।

সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে কোনো প্রতারণার খবর পেলে ৯১১ (মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য) এবং ৯৯৯ (রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য) নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222