স্বামীর অসুস্থতার কারণে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

by Nur Alam Khan

জুলাই গণহত্যায় জড়িত এবং অন্যান্য মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী।

বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে দীপু মনির স্বামীর অপারেশনে সময় তার উপস্থিতি চেয়ে এ আবেদন করা হয়।

বিজ্ঞাপন
banner

এ সময় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, প্যারোলে মুক্তির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার, এটি আদালতের কোনো বিষয় নয়।

এছাড়া দীপু মনি শুধু ট্রাইব্যুনালে একটি মামলাতেই আসামি নন, তিনি প্রচলিত অন্যান্য মামলায়ও আসামি যা ট্রাইব্যুনালের কিছু করার নেই।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222