পেহেলগামে হামলা ‘সাজানো’, ফাঁস হলো ভারতের গোয়েন্দা সংস্থার গোপন নথি

by Nur Alam Khan

ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল সংঘটিত হামলার ঘটনা ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ ছিল বলে দাবি উঠেছে। একটি পর্যবেক্ষণভিত্তিক ওয়েবসাইট সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর গোপন নথি ফাঁস করে দিয়েছে। এতে এই অভিযানের পূর্বপরিকল্পনার বিস্তারিত বিবরণ উঠে এসেছে। যাদের ওপর এই হামলার দোষ চাপানো হয়েছিল, তারাও এই গোপন নথি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১ মে) ডেইলি জং সূত্রে জানা গেছে, ওয়েবসাইটটির দাবি অনুযায়ী, ফাঁস হওয়া নথিতে পেহেলগামের হামলার পূর্ণ পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, অনন্তনাগ জেলায় একটি ‘নাটকীয়’ অভিযান চালানো হবে এবং গণমাধ্যমকে ঘটনার আগেই, অর্থাৎ ৩৬ থেকে ৪৮ ঘণ্টা পূর্বে ঘটনাস্থলে সক্রিয় করা হবে।

বিজ্ঞাপন
banner

একই নথিতে উল্লেখ রয়েছে, পর্যটকদের গতিবিধির ওপর নজরদারি করার অজুহাতে ‘ফিল্ড অপারেটর’ মোতায়েন করা হবে। হামলার ২ থেকে ৪ ঘণ্টার মধ্যেই এআই প্রযুক্তির মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হবে এবং অস্পষ্ট ভিডিও ফুটেজ ব্যবহার করে হামলার দৃশ্য নতুনভাবে তৈরি করে প্রচার করা হবে।

ওই নথির ভিত্তিতে ওয়েবসাইটটি আরও দাবি করেছে, এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রিতভাবে ভুয়া তথ্য ছড়ানোর একটি সুপরিকল্পিত প্রচার চালানো হবে। একটি নির্দিষ্ট হ্যাশট্যাগ না দিয়ে অন্তত ২০০টি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হবে, যার লক্ষ্য হবে পাকিস্তানকে দোষী প্রমাণ করা।

এছাড়া এই ঘটনাকে কাশ্মীর ইস্যু থেকে সরিয়ে ‘বিশ্বব্যাপী ইসলামি ষড়যন্ত্র’-এর সঙ্গে জড়ানোর পরিকল্পনাও নথিতে উল্লেখ ছিল। অভিযোগ রয়েছে, এই পুরো অপারেশনটি পরিচালিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কূটনৈতিক সফরের সময়।

উল্লেখযোগ্য বিষয় হলো, ভারত এই হামলার দায় কাশ্মীরি স্বাধীনতাকামী সংগঠন TRF-এর ওপর চাপালেও, সংগঠনটি তা পরিষ্কারভাবে অস্বীকার করেছে। TRF তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের গোয়েন্দা সংস্থার কথিত গোপন নথি প্রকাশ করে দাবি করেছে, পেহেলগামের হামলা ছিল ভারতীয় পরিকল্পনার অংশ।

উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনায় ২৬ জন নিহত হন। ভারত তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য TRF-কে দায়ী করে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনার পেছনে ‘র’ এর সক্রিয় পরিকল্পনা থাকতে পারে।

ফাঁস হওয়া নথি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ ওয়েবসাইটের দাবির ভিত্তিতে পেহেলগামের ঘটনা যে একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ ছিল, সে বিষয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও নজর কেড়েছে।

সূত্র: ডেইলি জং, জিও নিউজ, এক্সপ্রেস নিউজ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222