বিজিবির পাল্টা অ্যাকশন, এক বাংলাদেশির বিপরীতে দুই ভারতীয়কে গ্রেপ্তার

by Nur Alam Khan

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তাৎক্ষণিক দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক কৃষকরা হলেন, উপজেলার ৮নং ধর্মপুর ইউপির ধর্মজইন কাড়োলিয়া পাড়া গ্রামের এনামুল হকের ছেলে মাসুদ রানা (২৪) এবং ধর্মজইন ভুটিয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কৃষক এনামুল হক (৫৭)।

বিজ্ঞাপন
banner

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

শুক্রবার (২ মে) বেলা ১১টায় বিরল উপজেলার ধর্মজইন সীমান্তের ৩২১ নম্বর পিলারের ১১ নং সাব পিলারের কাছে ধান কাটার সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। অপরদিকে বাংলাদেশের সেচ যন্ত্রে পানি পান করতে আসলে ভারতীয় কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামের ২ জনকে আটক করেছে বিজিবি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222