আল্লামা সুলতান জওক নদবির জানাজায় জনতার স্রোত

by Nur Alam Khan

চট্টগ্রামের দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, দেশের অন্যতম শীর্ষ আলেম, হাজারও আলেমের বরেণ্য উস্তাদ আল্লামা সুলতান জওক নদবির জানাজায় জনতার ঢল নেমেছে।

শনিবার (৩ মে) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর দারুল মাআরিফ মাদরাসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে তার ছাত্র, ভক্ত-অনুরাগীসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন
banner

জানাজায় ব্যাপক জনসমাগম হওয়ায় বন্দরনগরীর চান্দগাঁও এলাকায় যানজট ও জনজটের সৃষ্টি হয়। অনেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে জানাজায় শরিক হন। জানাজায় অংশগ্রহণকারীদের জন্য আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল দারুল মাআরিফের পক্ষ থেকে। এরপরও উপস্থিত জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে।

তবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসমাবেশ থাকায় অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও জানাজায় অংশ নিতে পারেননি। ঢাকায় হেফাজতের মহাসমাবেশ শেষ করে চট্টগ্রামে গিয়ে জানাজায় শরিক হওয়ার সুযোগ ছিল না। এই কর্মসূচি না থাকলে জানাজায় আরও অনেক বেশি লোক সমাগম হতো বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতে ওই এলাকায় স্থান সংকুলান হতো না।

আল্লামা সুলতান জওক নদবি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান ছিলেন। এছাড়াও বিভিন্ন দীনি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। সারাদেশেই তার ব্যাপক ভক্ত-অনুরাগী রয়েছেন। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222