৫ মে স্মরণে শিবির-মজলিস ও ইনকিলাব মঞ্চের আয়োজন

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

২০১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর ট্রাজেডি হিসেবে চিহ্নিত হয়ে আছে। দিনটি স্মরণে এবারও বিভিন্ন সংগঠন দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

বিজ্ঞাপন
banner

যুব মজলিসের দেশব্যাপী বিক্ষোভ

শাপলা ও জুলাই গণহত্যার বিচার ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে ৫ মে দেশব্যাপী জেলা-মহানগরীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মানুষকে অংশ নিতে সংগঠনটির পক্ষ হতে আমন্ত্রণ জানানো হয়েছে।

শিবিবের মানববন্ধন—দেশজুড়ে ন্যায়বিচারের দাবি

৫ মে ২০২৫ তারিখে দেশের সকল বিভাগীয় শহরে আয়োজন করা হয়েছে শাপলা গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরি এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল মানুষকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে।

শহীদের স্মরণে শাপলা র‍্যালি

৫ মে গণহত্যার বিচার ও শহীদদের স্মরণে ঢাকার তিন রাস্তার মোড়, মোহাম্মদপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে একটি বিশাল ‘শাপলা র‍্যালি’। তারিখ: ৫ মে ২০২৫, সোমবার। সময়: বাদ আসর। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ হতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের ‘শাপলা সংহতি’

শাপলা গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যে আয়োজিত হবে ‘জুলাই জনতার শাপলা সংহতি’ নামে একটি জনসমাবেশ। এর আয়োজক ইনকিলাব মঞ্চ। তারিখ ও সময়: ৫ মে, সোমবার, বিকাল ৪টা।

শাপলা স্মরণে সেমিনার

‘শাপলার জাগরণ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশের নির্মাণযাত্রা’—এই শিরোনামে আয়োজিত হচ্ছে একটি ভাবনাসমৃদ্ধ সেমিনার। আয়োজক বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। স্থান: ড. আব্দুল্লাহ ফারুক হল, বিজনেস স্টাডিজ অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারিখ ও সময়: ৫ মে ২০২৫, সোমবার, বিকাল ৪টা।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222