তুরস্কের বাধা, বাকু সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু

by Nur Alam Khan

আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর বাতিলের কারণ আঞ্চলিক অবস্থা এবং ‘টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি’ বলে জানিয়েছে তার কার্যালয়। তবে তা সত্য নয়; বরং তুরস্ক উইং অফ জায়োন স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালা।

প্রতিবেদন অনুসারে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

তবে ইসরাইলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে ।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ‘নিরাপত্তার কারণে’ আজারবাইজানে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন।

তবে সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল, বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জায়োনকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

ইসরাইল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক, অথবা বিকল্পভাবে, সিরিয়া, ইরাক এবং ইরানের ওপর দিয়ে উড়তে হয়।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222