ট্রান্সজেন্ডার নারী ক্রিকেটারদের নিষিদ্ধ করল ইংল্যান্ড এবং ওয়েলস বোর্ড

by Nur Alam Khan

নারীদের ক্রিকেটে রূপান্তরকামীদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড ও ওয়েলস  ক্রিকেট বোর্ড। ইসিবি তাদের ট্রান্সজেন্ডার নিয়মাবলীর আপডেটে জানিয়েছে, ‘যাদের জৈবিক লিঙ্গ নারী, কেবল তারাই নারী ও মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে।’ সেইসঙ্গে ইসিবি জানিয়েছে যে ট্রান্সজেন্ডার নারী এবং মেয়েরা উন্মুক্ত এবং মিশ্র ক্রিকেট বিভাগে খেলা চালিয়ে যেতে পারবেন।

নীতিগত পরিবর্তনটি ১৬ এপ্রিল যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়ের পরে করা হয়েছে যেখানে বলা হয়েছে যে, একজন নারীর আইনি সংজ্ঞা জৈবিক লিঙ্গের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। ইসিবি এক বিবৃতিতে বলেছে –‘বিনোদনের ক্ষেত্রে ক্রিকেট যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক খেলা হিসেবে রয়ে গেছে। লিঙ্গ নির্বিশেষে, এবং সমস্ত খেলোয়াড়ের আনন্দ রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর প্রাপ্ত নতুন পরামর্শের পরিপ্রেক্ষিতে, আমরা বিশ্বাস করি ঘোষিত পরিবর্তনগুলো প্রয়োজনীয়।’

বিজ্ঞাপন
banner

ইসিবি আরও জানিয়েছে, ‘আমাদের খেলায় অপব্যবহার এবং বৈষম্যের কোনও স্থান নেই। সম্মান এবং অন্তর্ভুক্তির মনোভাব নিয়ে ক্রিকেট খেলা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও একই সিদ্ধান্ত নেয়া হয়। সেই প্রসঙ্গ তুলে ইসিবি জানিয়েছে, ‘এফএ-র মতো আমরাও একই সিদ্ধান্ত নিচ্ছি। আমরা জানি, এই সিদ্ধান্ত রূপান্তরকামীদের ক্রীড়াজীবনে বিরাট প্রভাব ফেলবে। তবে আমরা চেষ্টা করছি, আমাদের নিয়মে বদল এনে যদি তাদের পাশে দাঁড়ানো যায়।’ তবে তারা এটাও স্পষ্ট করে দিয়েছে ক্রিকেটে বৈষম্যের কোনও জায়গা নেই। ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, ‘আমাদের বর্তমান নীতিতে রূপান্তরকামীরা নারীদের ফুটবলে অংশগ্রহণ করতে পারত। এখন বিষয়টি জটিল হয়েছে। আমরা চেষ্টা করছি নিয়মে যাতে বদল ঘটানো যায়।’ চলতি বছরের জুন থেকে এই নীতি কার্যকর হবে।

সূত্র: বিবিসি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222