যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

by Nur Alam Khan

বেনাপোল (যশোর) প্রতিনিধি >>

যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানিয়েছে, চেকপোস্টে ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি বিশ লাখ টাকা।

যশোর নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ট্রেজারিতে জমা দেয়া হবে। এবং আটক আসামির বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222