ধর্ম উপদেষ্টার সঙ্গে কওমি বোর্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

by Nur Alam Khan

‘দাওরায়ে হাদিস’ সনদধারীদের সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রগুলোতে চাকরির সুযোগ প্রদানের এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের বিষয়ে হাইআতুল উলয়ার একটি প্রতিনিধি দল ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে।

সোমবার (৫ মে) দুপুর ২টায় হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাওরায়ে হাদিসের সনদের মান কার্যকর করার বিষয়ে জরুরি বৈঠক করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে বেলা ১১টায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘দাওরায়ে হাদিসের সনদ কার্যকরকরণ বিষয়ক সাব কমিটি’র সভায় আল্লামা মাহমুদুল হাসান বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের আদর্শ নাগরিক। দেশের সেবা করার সুযোগ এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ তাদের একটি ন্যায্য অধিকার ও ন্যায়সঙ্গত দাবি।

‘দাওরায়ে হাদিসের সনদ কার্যকরকরণ বিষয়ক সাবকমিটি’ দাওরায়ে হাদিস সনদধারীদের দেশসেবায় চাকরির সুযোগ দিতে প্রাথমিকভাবে নিম্নবর্ণিত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করেছে:

(ক) শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষক পদে নিয়োগদান।

(খ) ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগদান।

গ) মডেল মসজিদসহ সরকারি মসজিদ এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগদান।

ঘ) সামরিক, আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান।

ঙ) জেলখানার ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান।

চ)  মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগদান।

সাবকমিটির সভায় কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ বিষয়ে এমফিল ও পিএইচডি করার এবং ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ ব্যতীত অন্য যেকোনো বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগদান অতীব প্রয়োজনীয় মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রাথমিকভাবে সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের এবং পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হয়।

দুপুর ২টায় আল-হাইআতুল উলয়ার একটি প্রতিনিধি দল মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আ.ফ.ম. খালিদ হোসেন আল-হাইআতুল উলয়ার উপরোক্ত প্রস্তাবনাগুলোকে স্বাগত জানান।

‘দাওরায়ে হাদিসের সনদ কার্যকরকরণ বিষয়ক সাবকমিটি’র অদ্যকার সভায় কওমি মাদ্রাসার স্বকীয়তা ও বৈশিষ্ট অক্ষুন্ন রাখার ওপর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। কওমি মাদ্রাসাগুলোকে সব ধরনের সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে সভায় দারুল উলুম দেওবন্দের আট মূলনীতি কঠোরভাবে পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সাবকমিটির সভায় আরও উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি মোহাম্মাদ আলী এবং মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222