হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচ আর এফ বি) এর কথিত মানবাধিকার বিশেষজ্ঞ ডক্টর হামিদা হোসেন গং কর্তৃক ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবানের নিন্দা জানিয়েছেন কথিত ২৩ জন মানবাধিকার কর্মী ও প্রতিষ্ঠানের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।
নেতৃদ্বয় বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন অনৈতিক দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে পতিত সরকারের সুবিধাভোগী প্রেতাত্মারা। এরা বর্তমান সরকারকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। রাষ্ট্র সংস্কারের নামে দেশ ও ইসলামবিরোধী কোন পদক্ষেপ এদেশের তাওহীদি জনতা বরদাস করবে না।
তারা বলেন, ইসলাম নারী অধিকার ও মানবাধিকারের বিরুদ্ধে নয়। মানবাধিকার ও লিঙ্গবৈষম্য দূর করার নামে নারী সংস্কার কমিশন যেসব দাবি উত্থাপন করেছে এর অনেকগুলোই কোরআন-সুন্নাহ বিরোধী এবং সংবিধান পরিপন্থী। তাদের এই আপত্তিকর প্রস্তাব পাস করা হলে দেশে প্রতিবাদের দাবানোর জ্বলে উঠবে।
তারা আরও বলেন, যিনা-ব্যভিচার সকল ধর্মই ভিন্ন অপরাধ ও মহাপাপ এসব অপরাধে যুক্ত থাকায় অতীতে অনেক জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। নারী স্বাধীনতা ও সম অধিকারের নামে যিনা-ব্যভিচার কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যাবে না। ৯২ ভাগ মুসলমানদের বাংলাদেশে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
হাআমা/